পশ্চিমবঙ্গের ভূগোল সংক্রান্ত কিছু MCQ

পশ্চিমবঙ্গের ভূগোল সংক্রান্ত কিছু MCQ


WBP SI পরীক্ষায় ভূগোলের জন্য আপনার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলি নিয়ে একটি বিস্তারিত প্রশ্নগুলোর কিছু নমুনা প্রদান করা হল:

রিজনিং বই বাংলা Pdf Password 👇 (2/2)

1. পশ্চিমবঙ্গের ভূগোল:
পশ্চিমবঙ্গের সাব-ডিভিশন, জেলা, এবং অবস্থানের সাথে সংক্ষেপে পরিচিত হতে হবে। এটির মধ্যে ভূমির বৈশিষ্ট্য, অবস্থান, এবং প্রাকৃতিক সাধারণ বৈশিষ্ট্য উল্লেখযোগ্য হতে পারে।

2. কৃষি ও খাদ্য সুরক্ষা:
পশ্চিমবঙ্গের কৃষি, প্রধানভাবে ধান এবং পাট চাষ, উদ্যান প্রবৃদ্ধি এবং খাদ্য সুরক্ষা বিষয়ে বিশেষ করে ধারণা পাওয়া গুরুত্বপূর্ণ।

3. বাংলাদেশ সীমানা:
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমানার বিভিন্ন সমস্যা, সম্পর্ক, এবং তার প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া গুরুত্বপূর্ণ।

4. নদী এবং পরিবহন প্রণালী:
পশ্চিমবঙ্গের দামোদর নদী, হুগলি নদী, এবং কোসি নদী সহ বিভিন্ন নদী এবং তাদের প্রভাবের সাথে সংক্ষেপে পরিচিত হতে পারে। এছাড়া, এই নদীর উপকূলে বিভিন্ন পরিবহন প্রণালী সহ বিস্তারিত ধারণা থাকতে পারে।

এই বিষয়গুলি আপনার WBP SI পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং তাদের উপর প্রশ্ন দেওয়া হতে পারে আপনার তৈরি কে ভাল করতে।

👉🏻 নিচের দেওয়া প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী       
     পশ্চিমবঙ্গের চাকুরীর পরীক্ষার জন্য:

■ নিম্নের কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম? উঃ ঝাড়খন্ড।
■ পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? উঃ 9 টি।
■ বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি পৌরনিগম (Municipal Corporaiton) রয়েছে? উঃ 7 টি।
■ পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উঃ পশ্চিম বর্ধমান।
■ আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয় কত সালে? উঃ 2014 সালে।
■ কত সালে পশ্চিমবঙ্গে হিন্দমোটর কারখানা স্থাপিত হয়েছিল? উঃ 1948 সালে।
■ পশ্চিমবঙ্গে অরন্যের শতকরা পরিমাণ কত? উঃ 13.38%
■ সবথেকে বেশি ধান কোথায় চাষ হয়? উঃ পশ্চিমবঙ্গ- দুর্গাপুর
■ ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? উঃ দামোদর।
■ পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে? উঃউড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার, সিকিম, আসাম। 
■ পশ্চিমবঙ্গের কোন কোন দেশের সঙ্গে সীমানা রয়েছে? উঃ বাংলাদেশ, নেপাল, ভুটান।
■আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত? উঃ 14 তম।
■ পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জেলা রয়েছে? উঃ 23 টি। 
■ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উঃ সান্দাকাফু (3630 m)
■ কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিং কে পৃথক করেছে? উঃ সিঙ্গালিলা ।
'■ করোনেশন ব্রিজ' বা 'সেবক ব্রিজ' কোন নদীর উপর অবস্থিত? উঃ তিস্তা।
■ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উঃ শিলিগুড়ি।
পশ্চিমবঙ্গের কোন জেলার উষ্ণতা সর্বাধিক? উঃ বর্ধমান জেলার আসানসোল।
■ পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? উঃ দার্জিলিংয়ের
সান্দাকফু।
■ পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? উঃ বক্সা ডুয়ার্সে
■ পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? উঃ বীরভূম জেলার ময়ূরেশ্বর।
■ পশ্চিমবঙ্গে কয়টি ন্যাশনাল পার্ক রয়েছে? উঃ 6 টি।  
■ পশ্চিমবঙ্গে কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে? উঃ 16 টি।
■ পশ্চিমবঙ্গের কোথায় শকুন প্রজনন কেন্দ্র রয়েছে? উঃ আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া তে।
■ ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ এবং ময়ূরঝর্না এলিফ্যান্ট রিজার্ভ কোথায় রয়েছো? উঃ পশ্চিমবঙ্গ (Paschim Medinipur)।
■ পশ্চিমবঙ্গের কোথায় চিনামাটি উৎপাদন হয়? উঃ বাঁকুড়া জেলার খাতরা, পুরুলিয়া জেলার ঝালদা প্রভৃতি ।
■ পশ্চিমের কোথায় চুনাপাথর উৎপাদন হয়? উঃপুরুলিয়া জেলার ঝালদা, বাঁকুড়া জেলার বারিরামপুর।
■পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? উঃ নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া।
■IST ও কলকাতার স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কত? উঃ 24 মিনিট।
■ দেউচা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? উঃবীরভূমে দ্বারকা নদীর উপর।
■ পশ্চিমবঙ্গের উষ্ণতম মাস কোনটি? উঃ এপ্রিল।
■ পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি? উঃ জানুয়ারি। ← পশ্চিমবঙ্গের আদ্রতম মাস কোনটি? উঃ জুলাই। ~ আলিপুর আবহাওয়া দপ্তর কবে স্থাপিত হয়? উঃ 1874 সালের 1 এপ্রিল।
■ পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কত থাকে? উঃ32°C-38°C
■ পশ্চিমবঙ্গের শীতকালীন গড় তাপমাত্রা কত থাকে? উঃ15°C-21°C
■ পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? উঃ 175 সেমি ।
■ পশ্চিমবঙ্গের খারিফ শস্য কোনগুলি? উঃ ধান, পাট, ভুট্টা, কার্পাস।
■ পশ্চিমবঙ্গের রবিশস্য কোনগুলি? উঃ গম, ডাল, সরষে, আলু ■পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কোনটি? উঃ পাট। কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? উঃ পূর্ব বর্ধমান।
■ 'প্রাচ্যের সেফিল্ড' কোন শহরকে বলা হয়? উঃ হাওড়া। 
■ ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়? উঃ হাওড়া জেলার ঘুসুড়িতে (1818) । 
■ ভারতের প্রথম কাগজ উৎপাদন কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়? উঃ হুগলি জেলার শ্রীরামপুরে (1832 )। 
■ ভারতের প্রথম পাট শিল্প কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়? উঃ হুগলি জেলার রিষড়ায় (1855)।
■ ভারতের রূঢ় কাকে বলা হয়? উঃ দুর্গাপুর।
■ কোন জেলায় 'তিন বিঘা করিডোর' টি অবস্থিত? উঃ কোচবিহার।
■ পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে? উঃ 6 টি।
■ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? উঃ 1954 সালে।
■ কোন সালে 'Calcutta' নামটির পরিবর্তে 'Kolkata' নামটি হয়? উঃ 2001 সালে।
■ পশ্চিমবঙ্গের নবীনতম পৌরনিগম কোনটি? উঃ বিধাননগর।
■ ইসলামপুর 1948 সালের আগে কোন রাজ্যের মহকুমা ছিল? উঃ বিহার।
■ মূলমধ্যরেখা অনুযায়ী পশ্চিমবঙ্গে কোন দিকে অবস্থিত? উঃ পূর্বদিকে ।
■ আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উঃ দক্ষিণ 24 পরগনা। 
■ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? উঃকলকাতা।
■ পশ্চিমবঙ্গের কোন জেলার শিক্ষার হার সর্বোচ্চ? উঃ পূর্ব মেদিনীপুর।
■ 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মহিলা সাক্ষরতার হার কত? উঃ 59.61%
■ 2011 জনগণনা অনুযায়ী জনঘনত্বের বিচারে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত? উঃ দ্বিতীয়।
■ 2011 সালে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ছিল? উঃ 77.08%
■ দৈর্ঘ্যের বিচারে পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্টেট হাইওয়ে কোনটি? উঃ SH4
■পশ্চিমবঙ্গের স্টেট হাইওয়ের সংখ্যা কত? উঃ 19 টি। ■পশ্চিমবঙ্গের নবীনতম জাতীয় সড়কপথ কোনটি? উঃNH116B
■হরিণঘাটা কোন শিল্পের জন্য বিখ্যাত? উঃ দুগ্ধ শিল্প।
■পশ্চিমবঙ্গে কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা গড়ে উঠেছে? উঃ চিত্তরঞ্জন।
■ ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম অ্যালুমিনিয়াম শিল্প কোথায় গড়ে উঠেছে? উঃ আসানসোল।
■ সামরিক অস্ত্র শস্ত্র নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে? উঃ ইছাপুর
■পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে? উঃ খিদিরপুর।
 ■ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? উঃ রূপনারায়ণ ।
■ পশ্চিমবঙ্গের কোথায় ম্যাঙ্গানিজ উৎপাদন হয়? উঃ পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি, গিধিনি ।
■ পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট উৎপাদন হয়? উঃ জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে। 
■ পশ্চিমবঙ্গের লৌহ আকরিক উৎপাদন হয়? উঃ পুরুলিয়া মানবাজার, বাঁকুড়ার পোড়াপাহাড়। 
■ পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল এবং কত সালে? উঃ হুগলি জেলার রিষড়ায়, 1855 সালে।
■কাকে ভারতের রূঢ় বলা হয়? উঃ দুর্গাপুরকে। 
■ কত সালে দার্জিলিং জেলারকে ভেঙে 21 তম জেলা হিসেবে কালিংপং গঠন করা হয়? উঃ 2017 সালের, 14 ফেব্রুয়ারি।
■ কত সালে ঝাড়গ্রাম জেলা গঠিত হয়? উঃ 2017 সালের, 4 এপ্রিল।

More will be add soon...

🔰 কৃষিক্ষেত্রের সম্পর্কিত কয়েকটি বিপ্লব 🔰


বিপ্লব বিপ্লবের জনক বিপ্লবের সঙ্গে যুক্ত ঘটনা
সবুজ বিপ্লব ড. এম এস স্বামীনাথন খাদ্যশস্যের (গম, ধান) উৎপাদন বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলা হয় ।
শ্বেত বিপ্লব ড. ভার্গিস ক্যুরিয়েন দুধের উৎপাদন বৃদ্ধিকে শ্বেত বিপ্লব বলা হয়।
হলুদ বিপ্লব স্যাম পিত্রোদা ভোজ্য তেলের (সরিষা তেল) পরিমাণ বিপুল হারে বৃদ্ধি পাওয়াকে হলুদ বিপ্লব বলা হয় ।
নীল বিপ্লব অরুণ কৃষ্ণন মৎস্যের উৎপাদন দ্রুত হারে বৃদ্ধি পাওয়াকে নীল বিপ্লব বলা হয়।
গোলাপি বিপ্লব দুর্গেশ প্যাটেল চিংড়ি ও পেঁয়াজ উৎপাদনে বিপুল পরিমাণ বৃদ্ধিকে গোলাপি বিপ্লব বলা হয়।
বাদামি বিপ্লব চামড়া, কফি ও অপ্রচলিত শক্তি উৎপাদনের বৃদ্ধিকে বাদামি বিপ্লব বলা হয়।
কৃষ্ণ বিপ্লব খনিজ দ্রব্য (বিশেষত খনিজ তেল) উৎপাদন বৃদ্ধিকে কৃষ্ণ বিপ্লব বলা হয়।
সোনালি তন্তু বিপ্লব পাট উৎপাদন বৃদ্ধিকে সোনালি তন্তু বিপ্লব বলা হয় ।
সোনালি বিপ্লব নির তুতেজ উদ্যানপালন উন্নয়ন/মধু উৎপাদন বৃদ্ধিকে সোনালি বিপ্লব বলা হয় ।
লাল বিপ্লব বিশাল তৈয়ারি মাংস/টমেটোর উৎপাদন বৃদ্ধিকে লাল বিপ্লব বলা হয় ৷
গোলক বিপ্লব আলু উৎপাদন বৃদ্ধিকে গোলক বিপ্লব বলা হয়।
রুপোলি তন্তু বিপ্লব তুলো উৎপাদন বৃদ্ধিকে রুপোলি তন্তু বিপ্লব বলা হয়।
রুপোলি বিপ্লব ইন্দিরা গান্ধী ডিম/ পোলট্রি উৎপাদন বৃদ্ধিকে রুপোলি বিপ্লব বলা হয় ।
Krishna Revolution Biodiesel Production
Sunrise Revolution Development of Electronic Industry
Father of Protein Revolution Prime Minister Narendra Modi and Arun Jaitley
Evergreen Revolution Biotechnologically
Gray Revolution Production of Fertilizers



Chhaya রিজনিং বই বাংলা pdf Password : 76941@213

Post a Comment

Previous Post Next Post