Biology questions and answers in bengali

 বায়োলজি প্রশ্ন উত্তর PDF Download 

সামনে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে? আসাকরি ভালই . আপনাদেরই প্রস্তুতি কে আরো একটু ভালো করবার জন্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 100 জীবনবিজ্ঞান SAQ পিডিএফ ফাইল, আপনারা PDF টি ডাউনলোড করুন ও আপনাদের প্রস্তুতি কে আরো এগিয়ে নিয়ে যান . তাই দেরী না করে নীচে PDF FILE টি DOWNLOAD করে নিন .


রিজনিং বই বাংলা Pdf Password 👇 (1/2) 

biology questions and answers in bengali

  1. মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি → স্টেপিস।
  2. কোন যন্ত্রের সাহায্যে রক্ত কণিকার সংখ্যা নির্ণয় করা হয় → হিমোসাইটোমিটার
  3. পোলিও রোগে মানব দেহের কোন অংশ আক্রান্ত হয় → স্নায়ুতন্ত্র
  4. ইনফ্লুয়েঞ্জা রোগে মানব দেহের কোন অংশ আক্রান্ত হয় → ফুসফুস/ শ্বাসনালী
  5. ডেঙ্গু রোগে মানব দেহের কোন অংশ আক্রান্ত হয় → মস্তিষ্ক/ পেশি।
  6. করোনা ভাইরাস মানব দেহের কোন অংশ কি আক্রান্ত করে → ফুসফুস
  7.  মানুষের লোহিত রক্ত কণিকার আয়ু কত → 120 দিন
  8. পাশাপাশি শ্বেত কণিকার আয়ু 1 থেকে 15 দিন। 
  9. মানুষের কোন প্রকার রক্ত রোগ জীবাণু ধ্বংস করে → অনুচক্রিকা
  10. মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে - ভিটামিন A
  11. কোন পাখির ডিম সবচেয়ে বড় → উটপাখি। 
  12. মধুর প্রধান উপাদান কি → সুক্রোজ।  
  13. দুইটি কোন এসিড থাকে → ল্যাকটিক অ্যাসিড
  14. তেতুল- টারটারিক অ্যাসিড। আপেল- ম্যালিক এসিড
  15. পিঁপড়ার দেহে- ফরমিক অ্যাসিড। লেবু- সাইট্রিক এসিড।
  16.  বার্ড ফ্লু ভাইরাসের নাম কি → H5N1
  17. সোয়ান ফ্লু ভাইরাসের নাম হল H1N1 
  18. বীজহীন ফল উৎপাদনকে কি বলে → পার্থেনোকার্দি। 
  19. তিনটি উভলিঙ্গ প্রাণীর উদাহরণ দাও → কেঁচো, জোঁক, চ্যাপ্টা কৃমি।
  20. জীব দেহের প্রধান জেনেটিক পদার্থ কোনটি →DNA
  21. সর্বপ্রথম কে জিন কথাটি ব্যবহার করেন → জোহানসেন
  22. জীবদেহে বংশগতির একককে কি বলা হয় → জিন
  23. কাকে বংশগতির জনক বলা হয় → মেন্ডেল
  24. হিমোফিলিয়া একটি বংশগত রোগ
  25. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় → হুগো দে ভিস।
  26. "ফিলোজফিক জুওলজিক" বইটির লেখক কে → ল্যামার্ক
  27.  "দ্য অরিজিন অফ স্পিসিস" বইটির লেখক কে → ডারউইন
  28. "অস্তিত্বের জন্য সংগ্রাম" কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন → ডারউইন
  29. প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন বিজ্ঞানীর → ডারউইন
  30. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরন তত্ত্বের প্রবক্তা কে → ল্যামার্ক
  31.  ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম কি → ইওহিপ্পাস। 
  32. আধুনিক ঘোড়ার নাম কি → ইকুয়াস
  33.  জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে → অগাস্ট ওয়েইজম্যান।
  34. শ্বাসমূল কোন গাছে দেখা যায় → সুন্দরী গাছে। 
  35. জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় একটি উদ্ভিদের উদাহরণ দাও → গরান
  36. পায়রার কয়টি বায়ুথলি আছে → 9 টি
  37.  পোলিও কি ঘটিত রোগ → ভাইরাস ঘটিত। এটি RNA যুক্ত ভাইরাস।
  38.  ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি প্রকৃতির → এটি RNA যুক্ত ভাইরাস।
  39. একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম উল্লেখ করো → নিউমোনিয়া
  40. পাউরুটি ও মদ তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয় → ইস্ট।
  41. কে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন → জেনার। 
  42.  যক্ষা রোগের জীবাণু মানব দেহের কোন অঙ্গকে আক্রমণ করে → ফুসফুস
  43. ম্যালেরিয়া রোগ কিভাবে ছড়ায় → স্ত্রী এনোফিলিস   মশার মাধ্যমে।
  44.  রক্ত দ্বারা বাহিত নয় এমন একটি রোগের নাম উল্লেখ করো → কলেরা
  45. জিওলিন কোন কাজে ব্যবহার করা হয় → জল পরিশোধনের জন্য।
  46. সবচেয়ে ছোট ভাইরাস কোনটি → রাইনো ভাইরাস। 
  47. সবচেয়ে বড় ভাইরাস কোনটি → ক্লস্টেরো ভাইরাস। 
  48. কোন প্রাণী কলেরা রোগের জীবাণু বহন করে → মাছি
  49. টিকাকরন পদ্ধতি প্রথম কে আবিষ্কার করেন → এডওয়ার্ড জেনার।
  50.  পোলিও ভাইরাসের অপর নাম কি → পিকোনা ভাইরাস।
  51.  ব্যাকটেরিয়ার অস্তিত্বের কথা প্রথম কে প্রকাশ করেন → লিউয়েনহক
  52. সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া নামকরণ করেন → এরেনবার্গ
  53.  হেপাটাইটিস বি ভাইরাসটি মানবদেহের কোন অঙ্গ কে আক্রমণ করে → যকৃত
  54. মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ কি → ইনসুলিনের কম ক্ষরণের জন্য।
  55. গলগণ্ড বা গয়টার রোগটি কোন হরমোনের সাথে সম্পর্কিত → থাইরক্সিন
  56. স্নায়ুসন্ধি অঞ্চল থেকে নিঃসৃত হরমোনকে কি বলে → নিউরোহরমোন
  57.  একটি বহিক্ষরা গ্রন্থির উদাহরণ দাও → লালাগ্রন্থি
  58. নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয় → পার্থেনোকাপি
  59. রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে কি বলে → হাইপোগ্লাইসিমিয়া
  60. রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে → হাইপারগ্লাইসিমিয়া
  61.  মূত্রে গ্লুকোজের উপস্থিতি দেখা দিলে তাকে কি বলে → গ্লাইকোসুরিয়া
  62. কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে → অক্সিন
  63. কে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন → রবার্ট হুক
  64. কোষ তত্ত্বের প্রবর্তক কাদের বলা হয় → স্লেইডেন ও স্বোয়ান।
  65.  উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি → সেলুলোজ
  66. সবচেয়ে বড় প্রাণী কোষের উদাহরণ দাও → উট পাখির ডিম।
  67. কোন পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদিত হয় → নিমসিস পদ্ধতিতে।
  68.  নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলির মধ্যে কোনটি RNA- তে থাকে না → থাইমিন
  69. নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলির মধ্যে কোনটি DNA- তে থাকে না → ইউরাসিল
  70. মানুষের দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে → 23 জোড়া বা 46 টি
  71. মানুষের দেহকোষে অটোজোম এর সংখ্যা কত → 44 টি।
  72.  মানুষের জনন কোষে অটোজোম এর সংখ্যা কত? 22 টি।
  73. মানুষের দেহকোষে ক প্রকার যৌন ক্রোমোজোম দেখা যায় → দুই প্রকার। X এবং Y
  74. কোন প্রাণীতে অপুংজনি দেখা যায় → মৌমাছি
  75. একটি উভলিঙ্গ প্রাণীর উদাহরণ দাও → কেঁচো । 
  76. অনিষিক্ত ডিম্বানু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কি বলে → পার্থেনোজেনেসিস
  77.  হাইড্রা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে → কোরকোদগমের মাধ্যমে
  78.  কোরকোদগমের মাধ্যমে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকের উদাহরণ দাও → ইস্ট
  79. মানুষের রক্তের pH এর মাত্রা কত → 7.35 - 7.45 
  80. পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ির স্পন্দন মিনিটে কতবার → 72 বার।
  81. দেহের কঠিনতম অংশ কোনটি → দাঁতের এনামেল
  82. মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি → ফিমার

Post a Comment

Previous Post Next Post